কক্সবাজারে ওয়াশ গভর্নেন্স ব্যবস্থাকে শক্তিশালী করতে নারীর ক্ষমতায়ন

কক্সবাজারের রামুতে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) সম্পর্কিত সমস্যার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে ওয়াশ সুবিধা নিশ্চিত করতে ‘ওয়াশ গভর্ন্যান্স সিস্টেম শক্তিশালীকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী হলরুমে সূচনা সভার আয়োজন করা হয়।
সূচনা সভায় জানানো হয়, Social and Economic Enhancement Programme-SEEP, WHH Bangladesh – Welthungerhilfe‘র অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

 

Click Here

Related Post

সিপ কর্তৃক বাস্তবায়িত কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহায়তায় আরবান গ্রীন গ্রাজুয়েশন প্রোগ্রাম এর অধীনে চলছে সুবিধাভোগী নির্বাচন সমীক্ষা।

আজ ১৬ এপ্রিল ২০২৩, মিরপুর ট ব্লক এলাকায় সমীক্ষা চলাকালীন সময়ে সিপ-এর উপ নির্বাহী পরিচালক জনাব তহমিনা জেসমিন মিতা সরজমিনে সমীক্ষা কার্যক্রম

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ এর মূল প্রতিপাদ্য ও ভুমি পুনরুদ্ধার

মরুকরণ এবং খরা প্রতিরোধ, আরবান গ্রীন গ্রাজুয়েশন প্রোগ্রাম এর অধীনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করা হয় র‍্যালি, কুইজ প্রতিযোগীতা, সচেতনতামূলক নাটক,

Projects