কক্সবাজারের রামুতে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) সম্পর্কিত সমস্যার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে ওয়াশ সুবিধা নিশ্চিত করতে ‘ওয়াশ গভর্ন্যান্স সিস্টেম শক্তিশালীকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী হলরুমে সূচনা সভার আয়োজন করা হয়।
সূচনা সভায় জানানো হয়, Social and Economic Enhancement Programme-SEEP, WHH Bangladesh – Welthungerhilfe‘র অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।