মরুকরণ এবং খরা প্রতিরোধ, আরবান গ্রীন গ্রাজুয়েশন প্রোগ্রাম এর অধীনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করা হয় র্যালি, কুইজ প্রতিযোগীতা, সচেতনতামূলক নাটক, পরিচ্ছন্নতা কার্যক্রম ও আলোচনা সভার। বিশ্ব পরিবেশ দিবস এর মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে মিরপুর ৬ নং সেকশনের “ট” ব্লক বস্তিতে এ কার্যক্রমসমূহ আয়োজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বস্তির লিডারশ্রেণী, আরবান গ্রীন গ্রাজুয়েশন প্রোগ্রাম এর সুবিধাভোগীসহ সিপ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর কর্মীবৃন্দ। সভায় পরিবেশ এর ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন এর প্রতি গুরুত্ব আরোপ করা হয় এবং বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। সভা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। আরবান গ্রীন গ্রাজুয়েশন প্রোগ্রামটির বাস্তবায়নকারী সংস্থা সিপ এবং সহায়তাকারী প্রতিষ্ঠান কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড।
সিপ কর্তৃক বাস্তবায়িত কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহায়তায় আরবান গ্রীন গ্রাজুয়েশন প্রোগ্রাম এর অধীনে চলছে সুবিধাভোগী নির্বাচন সমীক্ষা।
আজ ১৬ এপ্রিল ২০২৩, মিরপুর ট ব্লক এলাকায় সমীক্ষা চলাকালীন সময়ে সিপ-এর উপ নির্বাহী পরিচালক জনাব তহমিনা জেসমিন মিতা সরজমিনে সমীক্ষা কার্যক্রম